এর আগে রবিবার দুপুরে নিখোঁজ হয় ওই দুই কিশোর।
তারা হলো- সিটি করপোরেশনের টান কড্ডা এলাকার রবীন্দ্র নাথ মোহন্তের ছেলে দুর্জয় নাথ মোহন্ত ও নাওজোর এলাকার আবু সাইদের ছেলে শাকিব।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, রবিবার দুপুর ১২টার দিকে তুরাগ নদীতে রাবারের টিউব নিয়ে গোসল করতে নামে ছয় কিশোর। একপর্যায়ে পানির তীব্র স্রোতে টিউব উল্টে গেলে দুর্জয় এবং শাকিব পানিতে তলিয়ে যায়। এসময় তাদের সঙ্গী মিজান, আসিফ, ইসমাইল ও ইয়াসিন সাঁতরে তীরে ওঠেন। পরে খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
পরে ডুবুরি দল কিশোরদের উদ্ধারে নেমে তীব্র স্রোতের কারণে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে। সোমবার দুপুরে তুরাগ নদীর ৫-৬ কিলোমিটার দূরে দুর্জয় মোহন্তের লাশ ভেসে ওঠে। পরে সেখান থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
তবে অপর কিশোর রাকিবের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।